মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন। তারপর আমাদের খবর দেবেন, আমরা থানায় দেব। এ ব্যাপারে যদি আমার দলের কোনো সদস্যও হয় এরপরেও কোনো ছাড় নয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন। নেত্রকোনার মদনের তিয়শ্রী ইউনিয়নে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে ও খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লুৎফুজ্জামান বাবর।

বাবর বলেন, আমাদের আয়ের উৎস বাড়াতে হবে। মেয়েরা বাড়িতে বসেও নিজস্ব মেধার মাধ্যমে আয়ের কাজ করতে পারে। আয় বাড়লে সামাজিকভাবে সচ্ছলতা আসবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের রাজনীতি। এসব কাজ করতে গেলে যা কিছু প্রয়োজন সব কিছুই আমি করব। আমরা উন্নয়নের রাজনীতি নিয়ে আসছি।

উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, একটি করলেই আর একটি প্রয়োজন পড়ে। আমরা বেকার সমস্যা দূর করার রাজনীতি নিয়ে আসছি। আমরা জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আসছি।

বাবর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে তিনি আপস করেননি। তাই এই মুহূর্তে আমাদের নেত্রী বেঁচে থাকা খুবই প্রয়োজন।

এতে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৩   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমরা সকলে খালেদা জিয়ার সন্তান, সবাই তার জন্য দোয়া করবেন : শামা ওবায়েদ
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণের পর ঘরে আগুন, দগ্ধ ৪
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা
আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ