আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একদল এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুঁশ করে তুলেছিল। এখন তাদের কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। জনগণ তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

লুটেরাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশকে দেশপ্রেমিক জনগণের হাতে তুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে আট দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না। আমরা চাই, বাংলাদেশ থেকে অপশাসন দূর হোক, এই বাংলাদেশ হবে এ দেশের মেহনতি মানুষ, মাঝি-শ্রমিক, ছাত্র-জনতার।

একটি দলকে জনগণ লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, এই লালকার্ড থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করে, তাদের সকল ষড়যন্ত্র এ দেশের জনগণ প্রতিহত করবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এক এক করে স্বাধীনতার ৫৪ বছর চলে গেছে, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গিরা চলে যাওয়ার পর দেশের ভিতরে দুর্বৃত্ত যারা ছিল তারা জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে। কেউ অপকর্মের দায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি।

সমমনা অন্যান্য ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমিক আট দল মিলে যৌথ কর্মসূচি পালন করছে। দু’একটি ইসলামি দল এখনও জোটের বাইরে আছে। তাদেরকে বলবো-সব ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আমাদের আঙিনায় চলে আসুন। যেখানে আপনারা আছেন সেটা আপনাদের আঙিনা নয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন, দেশের সবগুলো বিভাগীয় শহরে আমাদের সমাবেশে মানুষের এই সাড়া প্রমাণ করছে পাঁচ দফার পক্ষে মানুষ রায় দিয়েছে। পাঁচ আগস্টে হাজারো মা সন্তানহারা হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়-৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তারা নিজেদের কাছে নিজেরাও নিরাপদ নয়।

খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই দেশে ইসলামী আন্দোলনের নেতারা রক্ত দিয়েছেন, ফাঁসির কাস্টে উঠেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি।

মামুনুল হক অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হওয়ার পরও বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি এজেন্টরা আবারও নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে। বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীক নির্বাচন নয়, এটি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে এক ধরনের গণভোটও। তাই আট দলের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে দলীয় প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫৮   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমরা সকলে খালেদা জিয়ার সন্তান, সবাই তার জন্য দোয়া করবেন : শামা ওবায়েদ
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণের পর ঘরে আগুন, দগ্ধ ৪
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা
আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ