
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে ভোটের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ইচ্ছা প্রকাশ করুক।
রবিববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭–৮ তারিখের দিকে তফসীল ঘোষণা হবে। পরে শোনা গেল ১১ তারিখ তফসীল হবে। এখন নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না, তারা দেখছে। আমরা বলেছি, রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে, তত শঙ্কা বাড়বে।
মান্না আরও বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি বহু কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আমরা চাই তিনিও নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য বিষয়ে সবার মধ্যে শঙ্কা আছে, সেই কারণে নির্বাচনের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে কি না, তা আমাদের মনে রয়েছে। তবে আমরা চাই, তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হোক।
তিনি আরও বলেন, ১৫ বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।
উক্ত অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহিদুর্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৪২ ৯ বার পঠিত