সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা: ভোক্তার মহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা: ভোক্তার মহাপরিচালক
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা: ভোক্তার মহাপরিচালক

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ এবং তা বাস্তবায়ন নিয়ে মানিকগঞ্জে এক সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ বলেন, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। বাজারে গেলে দেখা যায়, প্রতিটি জিনিসপত্রের মধ্যে সমস্যা আছে। আমরা আমাদের সীমিত জনবল নিয়ে কাজ করে থাকি। আমরা কিন্তু এমন নই যে, ব্যবসাবান্ধব না এবং ভোক্তাবান্ধব। আমরা কিন্তু অভিযানে জরিমানার উদ্দেশ্যেই যাই না, আমরা সংশোধনের উদ্দেশ্যেও যাই। একটি সুন্দর, সুষ্ঠু বাজার ব্যবস্থা থাকতে হবে। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা করছি।

তিনি বলেন, ভোক্তাদের যেমন মন-মানসিকতা পরিবর্তন করতে হবে, সচেতন হতে হবে; তেমনই ব্যবসায়ীদের সততা, ভালো উদ্দেশ্য থাকতে হবে। শিশুখাদ্য এবং প্রসাধনী সামগ্রীর বিষয়ে সচেতন থাকতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশোধনের উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবও প্রেরণ করেছি। কারণ বিদ্যমান আইনে অনেক প্রতিবন্ধকতা রয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও অধিদপ্তরের জেলা কার্যালয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।

সেমিনারে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সংশ্লিষ্ট আইন নিয়ে বিশদ বর্ণনা তুলে ধরেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।

সেমিনারে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

এছাড়া সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন, ক্যাবের জেলা কমিটির সভাপতি সামছুন্নবী তুলিপ, সাংবাদিক এবং ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৮   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা
উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ
টস জিতে যুক্তরাষ্টকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ
যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : আদিলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ