
সরকারের আয়-ব্যয়ের মধ্যে স্বচ্ছতা না থাকলে কোনো দেশই উন্নত হতে পারে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা সচিব এস এম শাকিল আখতার।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমরা বেখেয়ালভাবে চলছি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভালো কিছু করা সম্ভব হবে না। যদি অন্যায় করে শান্তি দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে সুশাসন কিভাবে নিশ্চিত হবে? জবাবদিহি ছাড়া উন্নয়ন টেকসই হয় না।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় পরিকল্পনা সচিব এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু হেনা মুহিবের সঞ্চালনায় সভায় পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম রেজাউল মোস্তফা কামাল, ডিজেএজবির সহসভাপতি সাহানোয়ার সাইদ শাহীন, যুগ্ম সম্পাদক মফিজুল সাদিক, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম আর মাসফিসহ ডিজেএফবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে কথা বলতে গিয়ে পরিকল্পনা সচিব বলেন, প্রকল্প অনুমোদনের সময় যেভাবে সুন্দরভাবে উদ্দেশ্য, লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়, বাস্তবে তার অনেকটাই প্রতিফলিত হয় না। বরাদ্দ নেওয়ার জন্য আমরা প্রকল্পে অসাধারণ সব পরিকল্পনা লিখি, কিন্তু বাস্তবায়নে তার ধারেকাছেও থাকি না। এই সংস্কৃতি বদলাতে হবে।
দায়িত্বহীনতার পরিণতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জ্ঞান বা প্রজ্ঞার অভাবে কেউ ভুল করলে তা ক্ষমাযোগ্য হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত দায়িত্বহীনতার কারণে সমাজ বা মানুষের ক্ষতি হলে শাস্তি দেওয়া ছাড়া উন্নতির অন্য কোনো পথ নেই। যেদিন এই শাস্তির সংস্কৃতি শুরু হবে, সেদিনই বাংলাদেশে প্রকৃত পরিবর্তন আসবে।
সাংবাদিকদের উদ্দেশে পরিকল্পনা সচিব বলেন, আপনারা যা দেখান, আমরা তা খতিয়ে দেখার চেষ্টা করি।
সব সময় সব কিছু করা সম্ভব না হলেও গণমাধ্যম আমাদের চোখ খুলে দেয়। আপনাদের জন্য আমাদেরও অনেক কিছু করার আছে।
বাংলাদেশ সময়: ২২:৪১:২৩ ৩ বার পঠিত