
নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের ‘মাথাল’ প্রতীক প্রার্থীর পক্ষে মনোনীত কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস মঙ্গলবার (৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সম্পাদক মোঃ সোহাগ, ৬নং ওয়ার্ডের সংগঠক আলামিন, গার্মেন্ট শ্রমিক সংহতির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অঞ্জন দাস বলেন, “আমরা মানুষের বাস্তব অভিজ্ঞতা, কষ্ট, প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো সরাসরি শুনতে এসেছি। বিগত সময়ে যেসব রাজনৈতিক শক্তি এই এলাকা শাসন করেছে, তারা জনগণের সঙ্গে কোনো সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারেনি। আমরা পুরনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে প্রত্যাখ্যান করে নতুন, জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ‘মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে।”
তিনি আরও উল্লেখ করেন, “গণসংহতি আন্দোলন জনগণের রাজনীতি করে, কারও দয়া বা নির্দেশে নয়। নারায়ণগঞ্জ-৩ আসনে জীবন-নিরাপত্তা, সন্ত্রাসমুক্ত পরিবেশ, ন্যায়বিচার, শ্রমিক ও মানবিক নাগরিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনগণের পাশে লড়াই চালিয়ে যাব।”
বাংলাদেশ সময়: ২৩:২৩:২৩ ৩ বার পঠিত