অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার লাকসাম উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘আমিই রোকেয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রদান করা হয় অদম্য নারী সম্মাননা। এবারের আসরে ‘সফল জননী’ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনূর আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা তার হাতে সম্মাননা তুলে দেন। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কোহিনূর আক্তার। ব্যক্তিজীবনে তিনি চার সন্তানের জননী—যাদের তিনজনই চিকিৎসক এবং একজন সফল ব্যবসায়ী।
তার বড় মেয়ে ডাঃ কামরুন নাহার সুলতানা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার তিনি ঢাকায় কর্মরত আছেন। দ্বিতীয় মেয়ে আয়েশা খাইরুন নাহান সদ্য এমবিবিএস শেষ করেছেন এবং ছোট মেয়ে সাবিকুন নাহার মেডিকেলে এমবিবিএস-এ অধ্যয়নরত। একমাত্র ছেলে কামরুল হাসান চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সম্মাননা পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় কোহিনূর আক্তার বলেন,
“আমার বিয়ে হয় ১৯৮৩ সালে। এরপর সন্তান জন্মের পর আবার পড়াশোনা শুরুর সিদ্ধান্ত নিই। এসএসসি, এইচএসসি থেকে বিএ পর্যন্ত শেষ করি। ১৯৯৩ সালে শিক্ষকতা শুরু করি। সেই সময় নারীদের বাইরে এসে কাজ করার সুযোগ খুবই কম ছিল। কিন্তু আমি থেমে থাকিনি।”
নিজের সফলতার পেছনে স্বামী এ,বি,এম কলিম উল্লাহর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন,
“আমার স্বামী সারাজীবন আমাকে সমর্থন দিয়েছেন। আমার সন্তানদের সাফল্যই আমার সবচেয়ে বড় অর্জন। যারা আমার পাশে থেকেছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে কোহিনূর আক্তার ছাড়াও আরও চারজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন,
“আপনাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এই উপজেলার নারীদের জন্য অনুপ্রেরণা। এই পথচলা অব্যাহত রাখুন।”
রোকেয়া দিবসের আলোচনায় বক্তারা নারী শিক্ষার প্রসার, নারী নেতৃত্ব ও পরিবার-সমাজে নারীর অবদানের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০৭   ৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
রাঙামাটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার শুভলং বাজারে গণসংযোগ
আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা
প্রয়োজনে ৩০০ ভোট পাব তবু চাঁদাবাজদের কাছে মাথানত করব না : হাসনাত আব্দুল্লাহ
পদোন্নতি জটিলতায় ৩২ হাজার শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা
শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট
শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন
দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ