![]()
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটি জমা দিয়েছেন বলেও জানিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও, কোন আসন বা দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও চূড়ান্ত করেননি আসিফ মাহমুদ। তিনি বলেন,
আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোত্থেকে করব, কোন দল থেকে করব; সেটি পরবর্তী সময়ে জানানো হবে।
তার ঢাকা-১০ আসনে বিএনপি নাকি এনসিপি থেকে ভোট করার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এনসিপি থেকে নির্বাচন করব কি না, কিংবা কোন দল থেকে করব, এখনও সিদ্ধান্ত নিইনি। আশাকরি আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।’
নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি হিসেবে তিনি আজ সকালেই তার হিসাব বিবরণী দাখিল করেছেন এবং কূটনৈতিক পাসপোর্টটি বাতিল (ক্যানসেল) করেছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করলেও, কবে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে বিষয়ে তিনি মুখ খোলেননি। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না–সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন,
আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৭:১৯:৫৩ ৫ বার পঠিত