
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পিস্তল ঠেকিয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে মহাদান সেঙ্গুয়া ডাইলা বাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্ত অস্ত্রধারীরা রাস্তার কাজের জন্য আনা প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ১৫০ কেজি ওজনের ২২টি বিটুমিন ড্রাম ডাকাতি করে নিয়ে গেছে।এ ঘটনায় স্থানীয় ও নির্মাণ কাজ শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঠিকাদার প্রতিষ্ঠান সূত্র জানায় ,জামালপুর জেলা প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ঠাকুরবাড়ি বটতলা থেকে চেরাগালি মোড় হয়ে বিলবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মোট ১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছিল। এই কাজের জন্য ৭০টি বিটুমিন ড্রাম আনা হয়েছিল, যার মধ্যে ২২টি ড্রাম নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। লুন্ঠিত ড্রামগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
মিক্সার মেশিনের ড্রাইভার আব্দুল মজিদ জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ১০-১২ জন লোক হেলমেট পরিহিত অবস্থায় এসে তাদের দিকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। তারা বলে, “আমরা বিটুমিনের ড্রাম নিয়ে যেতে এসেছি। একটা কথা বলবিনা, সরিষাবাড়ী চিল্লাচিল্লি করলে গুলি করে দেব।” এরপর তারা ড্রামগুলো ট্রাকে তুলে উত্তর দিকে নিয়ে যায়।
নৈশ প্রহরী আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা প্রথমে এসে পিস্তল ঠেকিয়ে তাদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয় এবং চুপ করে থাকতে বলে। তিনি বলেন, “আমি প্রায় ১৫-২০ বছর যাবত এই লাইনে কাজ করি, কিন্তু কোনোদিন দেখিনি বিটুমিনের ড্রাম কেউ চুরি কিংবা ডাকাতি করে নিয়ে গেছে।”
সরিষাবাড়ী এলজিডি সূত্র জানায়, এই রাস্তার কাজ পেয়েছিল মেসার্স কাউসার এন্ড ব্রাদার্স নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কাছ থেকে সাব-কন্ট্রাক্ট নিয়ে বর্তমানে কাজটি করছেন কবির হোসেন।
এবিষয়ে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, “আমরা সকালে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা উদঘাটনে চেষ্টা করছি।”
বাংলাদেশ সময়: ২২:২৫:২৭ ৬৩ বার পঠিত