
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় অর্ধশতাধিক উপকারভোগীর কার্ড ও এর বিপরীতে বরাদ্দকৃত চাল তছরুপের গুরুতর অভিযোগ উঠেছে। কার্ড ও চাল না পাওয়া ভুক্তভোগী মহিলারা অবিলম্বে ইউপি প্রশাসকের অপসারণ ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে বিক্ষুব্ধরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় মহাদান ইউনিয়ন থেকে মোট ১ হাজার ৭০০ জন মহিলা আবেদন করেছিলেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন লটারির মাধ্যমে ৩০২ জন মহিলাকে উপকারভোগী হিসেবে চূড়ান্ত তালিকাভুক্ত করে। পরে নির্বাচিত ৩০২ জনের মধ্যে অর্ধশতাধিক নারী অভিযোগ করেছেন যে, তাদের নামে কার্ড ইস্যু হওয়া সত্ত্বেও তারা কার্ড বা বরাদ্দকৃত চাল কোনটাই পাননি।
ভুক্তভোগীরা জানান, তাদের নামে ইস্যুকৃত কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে প্রশাসক কর্তৃক তা আত্মসাৎ করা হয়েছে।
ভুক্তভোগী মহিলারা বিক্ষোভের পর সাংবাদিকদের সামনে তাদের অভিযোগ তুলে ধরেন। রোজিনা বেগম, বিলকিস বেগম, খোদেজা বেগম, দেলোয়ারা খাতুন, শায়লা আক্তার, শোভা আক্তার, রত্না আক্তার, ফজিলা বেগমসহ অন্যান্য ভুক্তভোগীর পক্ষে তাদের স্বামী আব্দুল মালেক ও হারুন অর রশিদ এই অভিযোগ ও দাবি উত্থাপন করেন। তারা বলেন, অবিলম্বে ইউপি প্রশাসক সালাউদ্দিন সরকারকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের নিকট দ্রুত দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং বঞ্চিতদের প্রাপ্য কার্ড ও চাল ফেরত দিতে হবে বলে দাবি করেন।
ইউপি সদস্য মাহবুবুর রহমান, হাবিবুর রহমান হাবিল এবং নুর ইসলাম অভিযোগ করেন যে, পরিষদের কয়েকজন ইউপি সদস্যের যোগসাজশে প্রশাসক সালাউদ্দিন সরকার এই কার্ড ও চাল তছরুপ করেছেন। তারা আরও জানান, এই ধরনের অনিয়ম মহাদান ইউনিয়ন পরিষদে পূর্বে কখনো ঘটেনি এবং প্রশাসকের এই একঘেঁয়েমির কারণে ইউনিয়ন পরিষদ আজ প্রশ্নবিদ্ধ।
স্থানীয় সচেতন মহল এই ভিডব্লিউবি কর্মসূচি থেকে বঞ্চিতদের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এই আত্মসাতের ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউপি প্রশাসক ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার বলেন, আমি কার্ডগুলো ইউপি সদস্যদের মধ্যে ওয়ার্ড ভিত্তিক বন্টন করে দিয়েছি, তারা কাকে কিভাবে দিয়েছেন এ বিষয়টি আমার জানা নেই। আমার জানামতে কার্ডধারীদের মাঝেই চাল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২১:৩৩ ৪১ বার পঠিত