রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ধারাল চাপাতি, ১টি ছুরি ও ২টি সুইস গিয়ার উদ্ধার করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারাল দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫০   ১৫ বার পঠিত