উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়

প্রথম পাতা » খেলাধুলা » উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের দুটি আত্মঘাতী গোলের সুবাদে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল মিকেল আর্তেতার দল।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ম্যাচ শেষে ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ১৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে উলভস।

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর্সেনালের আক্রমণ ছিল নিষ্প্রভ। ছয়টি শট নিলেও একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। বিপরীতে মাত্র ২৫ শতাংশ বল দখলে রেখেও উলভস প্রতি-আক্রমণে একটি সুযোগ তৈরি করে। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি-চানের শটটি দাভিদ রায়া দারুণভাবে ঠেকান।

বিরতির পর আর্সেনাল আক্রমণের গতি বাড়ালেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ৫৭তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮তম মিনিটে ডেক্লান রাইসের দূরপাল্লার শট প্রথমবারের মতো লক্ষ্যে থাকলেও গোলরক্ষক স্যাম জনস্টেন তা প্রতিহত করেন।

এর দুই মিনিট পরই এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার বাঁকানো কর্নার গোলরক্ষক জনস্টেনের আঙুল ছুঁয়ে পোস্টে লেগে আবার তার শরীরে প্রতিহত হয়ে জালে ঢুকে পড়ে।

ম্যাচের শেষ দিকে ৯০তম মিনিটে হেডে গোল করে উলভসকে সমতায় ফেরান নাইজেরিয়ার স্ট্রাইকার তোলু। তবে ইনজুরি সময়ে আবারও আত্মঘাতী ভুলে বসে স্বাগতিকরা। সাকার বাড়ানো ক্রসে হেড করতে গিয়ে উলভস ডিফেন্ডার মস্কেরা বল নিজেদের জালেই পাঠান।

শেষ পর্যন্ত হোঁচটের শঙ্কা কাটিয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল, আর উলভস পড়ে থাকে হতাশায়।

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৭   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে সাবালেঙ্কা–রিবাকিনা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা
স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা
বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট বিন্দ্রা আর নেই
নতুন বছরে ড্রয়ের ফাঁদে পড়া লিভারপুল এবার হেরেই গেল
প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ
উৎসবমুখর পরিবেশে সরিষাবাড়ী থানা ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত
বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শরিফুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ