রিজার্ভ না বাড়লে চাপে পড়বে বিনিময় হার, উসকে দেবে মূল্যস্ফীতিকে: র‌্যাপিড

প্রথম পাতা » অর্থনীতি » রিজার্ভ না বাড়লে চাপে পড়বে বিনিময় হার, উসকে দেবে মূল্যস্ফীতিকে: র‌্যাপিড
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



রিজার্ভ না বাড়লে চাপে পড়বে বিনিময় হার, উসকে দেবে মূল্যস্ফীতিকে: র‌্যাপিড

দেশের রিজার্ভ বড় করতে না পারলে বিনিময় হার চাপের মধ্যে পড়বে বলে জানিয়েছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)। যা মূল্যস্ফীতিকে উসকে দেবে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ’পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের অবস্থা আরও খারাপ হবে। গত ৩ বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৯০ লাখ।

গত এক বছরে ম্যানুফ্যাকচারিংয়ে নারীদের অংশগ্রহণ অর্ধেক কমে গেছে জানিয়ে সেমিনারে আরও বলা হয়, নতুন সরকার আসার পর যদি তারা মনে করে এলডিসি গ্রাজুয়েশন দেরিতে করতে হবে সেক্ষেত্রে তাদের হাতে বেশি সময় থাকবে না সিদ্ধান্ত নেয়ার জন্য।

এছাড়া রাজস্ব আদায়ের এখন যে গতি; তা না বাড়ালে নতুন সরকার এসে নতুন করে চলতি অর্থবছরের কোনো উন্নয়ন সহজে করতে পারবে না বলেও জানায় র‌্যাপিড। বলা হয়, রাজস্ব আদায়ের গতি না বাড়ালে অনেক উন্নয়ন পিছিয়ে যাবে।

এসময় আসন্ন নতুন সরকারকে ১২টি দিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে র‍্যাপিড। এগুলো হলো-

১) এলডিসি গ্রাজুয়েশন
২) মূল্যস্ফীতি কমানো
৩) ব্যাংক খাতে সুশাসন
৪) দক্ষ কর্মসংস্থান বাড়াতে হবে
৫) রিজার্ভ বাড়ানো
৬) অঅভ্যন্তরীণ রাজস্ব বাড়ানো
৭) স্বাস্থ্য, শিক্ষা বরাদ্দ বাড়ানো
৮) ঋণ কমানো
৯) জ্বালানি নিরাপত্তা
১০) শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানো
১১) তথ্য উপাত্তের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা
১২) ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় রাষ্ট্রীয় ক্ষমতা তৈরি করা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৭   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা
ব্যাংক থেকে করপোরেট ঋণ কমানো হবে : গভর্নর
আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন?
রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার - বাণিজ্য উপদেষ্টা
বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর
এলপিজি আমদানিতে গতি, ২ মাসে আসবে সাড়ে তিন লাখ মেট্রিক টন
আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা
রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ