![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার ৭নং পাথর্শী ইউনিয়ন পরিষদে মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি করা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাথর্শী ইউনিয়ন পরিষদের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাথর্শী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন এবং খাদ্যের পুষ্টির গুণাগুণ নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে যে ধরনের প্রভাব পড়ছে এবং তা কিভাবে স্থানীয় মানুষের খাদ্যের পুষ্টিমানের ওপর প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে আলোকপাত করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য স্থানীয়ভাবে কার্যকর পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ প্রকল্পের কর্মকর্তা নীহার কুমার প্রামানিক। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ,পাথর্শী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা জাহান,সাংবাদিক মোঃ এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ,জামালপুর উন্নয়ন সংঘের এফও সখিনা পারভীন,শিক্ষক হারুন অর রশিদ, হেলথ সহকারী মতিউর রহমান,পাথর্শী ইউনিয়ন পরিষদের সদস্য নাছিমা আক্তার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্ল্যাটফর্ম গঠনের মধ্য দিয়ে পাথর্শী ইউনিয়নে পুষ্টি উন্নয়নের লক্ষ্য অর্জনের পথে সম্মিলিত উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
বাংলাদেশ সময়: ২১:১৩:৩২ ১১ বার পঠিত