মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে সংঘর্ষ সরিষাবাড়ীতে আহত- ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে সংঘর্ষ সরিষাবাড়ীতে আহত- ৮
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে সংঘর্ষ সরিষাবাড়ীতে আহত- ৮

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে জনপ্রিয় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া জালালের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

​স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাথেরপাড়া গ্রামের কান্টু মিয়ার ছেলে অন্তর এবং একই গ্রামের ময়নাল মিয়ার ছেলে নাঞ্জু মিয়ার মধ্যে প্রথমে মোবাইলে গেম খেলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই বিবাদ দ্রুত উভয় পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

​সংঘর্ষে উভয় পক্ষের মোট ৮ জন আহত হন। আহতরা হলেন, কান্টু মিয়ার পক্ষের: কান্টু মিয়া, তার ছেলে অন্তর, মেয়ে কনিকা, ছোট ভাই ঠান্ডা মিয়া ও ভাতিজা নিরব। ময়নাল মিয়ার পক্ষের: ময়নাল মিয়া, তার ছেলে নাঞ্জু মিয়া এবং ছোট ভাই জয়নাল।
​আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, নিরব, জয়নাল ও লাঞ্জু মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

​আহত কান্টু মিয়া নিজেকে সালিমা তালুকদার আরুনীর সমর্থক এবং প্রতিপক্ষ ময়নাল মিয়াকে ফরিদুল কবীর তালুকদার শামীমের সমর্থক হিসেবে দাবি করে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন।

উল্লেখ্য, সংঘর্ষে জড়ানো উভয় পক্ষই নাথেরপাড়া গ্রামের বাসিন্দা এবং একই বংশভুক্ত। তুচ্ছ গেম খেলা নিয়ে এই সংঘর্ষের ঘটনায় বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান,”এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২১:১৫:২২   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি
ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে বিএনপি : মির্জা ফখরুল
ভিনদেশিদের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না : মাহফুজ আলম
অধিকার প্রতিষ্ঠার নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো : তারেক রহমান
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ: নাহিদ
মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে সংঘর্ষ সরিষাবাড়ীতে আহত- ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ