বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট নিয়ে কেউ সমাজে বিভাজন ও বিশৃঙ্খলা করবেন না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। যে যার মতো করে ভোট দেবেন এবং পার্টি করবেন। যাকে মন চায় তাকে ভোট দেবেন। কিন্তু কেউ অস্থিরতা সৃষ্টি করবেন না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, মার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না। সমাজের সবাই মিলেমিশে এক সঙ্গে থাকবেন। ভোটের দিন যাকে খুশি তাকে ভোট দেবেন। নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দেবেন না। সবাই মিলেমিশে একটি একতাবদ্ধ সমাজ তৈরি করবেন। ভোট মাত্র একদিনের জন্য আসে। একশ্রেণীর লোক ভোট করতে আসে ভোট শেষ হলে তারা চলে যায়। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে যায়। সমাজে বিভাজন তৈরি করে যায়। আমি এ ধরনের বিভাজন এবং বিশৃঙ্খলা চাই না।

তিনি বলেন, রাজনৈতিকভাবে যারা ফায়দা লুটতে আসে তারাই আমাদের সমাজে কৌশলে বিভাজন তৈরি করে যায়। আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখুন। কারা নির্বাচনের নামে ব্যবসা করতে আসে তাদেরকে চিহ্নিত করতে হবে। অন্যথায় তারা আবার আপনাদের ভোট নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি করবে।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বহু তরুণ জীবন দিয়েছে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য। সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচনে এসব কিছু জনগণের হাতে। আপনারা চাইলে বাংলাদেশকে আপনাদের মত গড়ে তুলতে পারবেন। তাই ভেবে-চিন্তে ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করুন।

এ সময় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৭   ১৪ বার পঠিত