
ফরিদপুরে একটি কলাবাগান থেকে দিপু শেখ (৪০) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে চালকের লাশ উদ্ধার হলেও তার অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অধীনে চাঁদপুর গ্রামের ইলিয়াস শেখের কলাবাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দিপু শেখ ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকার মৃত জায়েদ আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির মরদেহের পাশে গাঁজা, গাঁজা সেবনের যন্ত্রপাতি ও গাঁজা কাটার ছুরি পাওয়া গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইলিয়াস শেখ নিজের কলাবাগানে গেলে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশের টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরহাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অটোরিকশাচালকের লাশটি উদ্ধার হলেও অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই চালককে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় ঘাতকরা।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৯ ৮ বার পঠিত