শ্রীমঙ্গলে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রীমঙ্গলে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



শ্রীমঙ্গলে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডস্থ একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫-৩০ লাখ টাকার কসমেটিক, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডস্থ মেইন রোডের সামনে সৈয়দ ফসিউর রহমান মার্কেটে এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মার্কেটের অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েকশ যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে, সার্বিক তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন ও পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা।

ওই মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, আগুনে ২০/৩০ লাখ টাকা মূল্যের মূল্যবান সামগ্রী পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে।

মার্কেটের ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম জানান, দোকান বন্ধ করে বাসায় পৌঁছানোর পর খবর পাই মার্কেটে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখি পুরো মার্কেটে আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, শ্রীমঙ্গলের ২টি ও মৌলভীবাজারের ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেটে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের ৫-৭ জন ফায়ার ফাইটার ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘আগুনে ৩টি দোকানে তুলনামুলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৮   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ
ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’
‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’
শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি
শ্রীমঙ্গলে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ