
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা (জেএফসিএল)। দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ পেলেও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন শুরু করতে পারছিল না কারখানাটি। টানা ২৮ দিনের নিরলস প্রচেষ্টায় সেই ত্রুটি সারিয়ে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে কারখানাটিতে পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
যমুনা সার কারখানার মহা ব্যবস্থাপক প্রশাসন মোঃ দেলোয়ার হোসেন আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ এই কারখানাটি দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ ছিল। সম্প্রতি সরকার কারখানাটিতে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করলে আশার আলো দেখা দেয়। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার ভেতরে বিভিন্ন যান্ত্রিক জটিলতা ও ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সংযোগ পাওয়ার পরও গত ২৮ দিন যাবৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছিল না।
কারখানার প্রকৌশলী ও দক্ষ শ্রমিকদের দিনরাত পরিশ্রমের ফলে আজ বিকেলের দিকে যান্ত্রিক ত্রুটিগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়। এরপরই কারখানার বয়লার ও প্ল্যান্টগুলো সক্রিয় করা হয় এবং উৎপাদিত সারের গুণগত মান নিশ্চিত করে মূল উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।
যমুনা সার কারখানা থেকে উৎপাদিত সার মূলত জামালপুর, শেরপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ করা হয়। ভরা মৌসুমে কারখানার উৎপাদন শুরু হওয়ায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে এবং যান্ত্রিক কোনো নতুন সমস্যা না দেখা দিলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৫ ৫৪ বার পঠিত