হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহিদী শপথ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহিদী শপথ’
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহিদী শপথ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘শহিদী শপথ’ অনুষ্ঠান করেছে ইনকিলাব মঞ্চ।

আজ বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা আগামী ৩০ দিনের মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনসহ একাধিক দাবি উত্থাপন করেন।

শহিদী শপথ অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চলমান থাকবে। শহিদী শপথ পাঠে বলা হয়, “আধিপত্য নিপাত যাক, দিল্লির তাঁবেদারি থেকে বাংলাদেশ মুক্তি পাক।”

অনুষ্ঠানে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আমাদের সংগ্রাম চলবে এবং চলতেই থাকবে।

এসময় তিনি আগামী ৩০ দিনের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, আগামী ২৪ ও ২৫ তারিখ দেয়াললিখন ও গ্রাফিতির মাধ্যমে দেশবাসীর কাছে শহীদ ওসমান হাদির বাণী পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরার আহ্বান জানান তিনি।

এর আগে, তিন দফা দাবিতে সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এ প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমাদের দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে এবং পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে সংগঠনটি কোনো কর্মসূচি পালন করবে না। তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন— এমন আশাবাদ ব্যক্ত করে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা মনে করি, ‘জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবেন।’

তিনি জানান, ২৫ তারিখের পর ইনকিলাব মঞ্চ দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে।

শহিদী শপথ অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির বড় ভাই শরীফ উমর বিন হাদি বলেন, জীবিত ওসমান হাদির চেয়েও শহীদ ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। মনে রাখতে হবে, অপরাধীদের একদিন অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বাংলাদেশ সময়: ২১:৫২:৩৮   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ৭১তম ওরশ শুরু
সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯
নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক
১২২ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার মহামিলন ঘটবে : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ