বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের

কোচ পিটার বাটলার ইস্যুতে বিদ্রোহ করার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সবচেয়ে সফল অধিনায়ক সাবিনা খাতুন। এবার তাকে অধিনায়ক করে সাফ নারী
আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। আজ (২৩ ডিসেম্বর) দুই দলেরই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

নারীদের চূড়ান্ত দলে সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। দেশের বাইরে ফুটসাল টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দলে আছেন মাসুরা, নিলা, কৃষ্ণারাও। জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়ায় ফুটসালের ক্যাম্প ও অনুশীলন শুরু করেন তারা। ফুটসালের এই টুর্নামেন্ট দিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরছেন একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী।

বাংলাদেশ নারী ফুটবল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। ৭ বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা।

পুরুষ দলে তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে আর্মব্যান্ড। ওই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা অনেকেই রয়েছেন সাফ টুর্নামেন্টে। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৬   ৬ বার পঠিত