
গেমিং জগতের এক অবিস্মরণীয় নাম ‘কল অব ডিউটি’। বিশ্বজুড়ে কোটি গেমারের হৃদয়ে জায়গা করে নেওয়া এই গেমিং সিরিজের অন্যতম স্রষ্টা ভিন্স জাম্পেলা আর নেই। মূলত, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গেমারদের রোমাঞ্চ আর বিনোদনে ভাসানো এই ব্যক্তিত্ব; যা নিয়ে গেমিং ও পশ্চিমা বিনোদন অঙ্গনে শোক নেমে এসেছে।
সংবাদমাধ্যম বিবিসির খবর, গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাইওয়েতে ভিন্সের ব্যবহৃত ফেরারি মডেলের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে; এ সময় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে ভিন্সের বয়স হয়েছিল ৫৫ বছর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় মহাসড়কে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দেয়, এবং মুহূর্তেই আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ এক বিবৃতিতে জানায়, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ভিন্স জাম্পেলাসহ আরও একজনের।
উল্লেখ্য, ২০০৩ সালে জেসন ওয়েস্ট এবং গ্রান্ট কলিয়ারের সাথে মিলে ‘কল অব ডিউটি’ তৈরি করেন ভিন্স জাম্পেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই গেমটি এখন পর্যন্ত ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। ‘কল অব ডিউটি’ ছাড়াও তিনি ‘মেডেল অব অনার’, ‘টাইটানফল’ এবং ‘অ্যাপেক্স লিজেন্ডসে’র মতো অত্যন্ত জনপ্রিয় গেমগুলোর প্রধান কারিগর ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২০:২৫ ৬ বার পঠিত