
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে চট্টগ্রাম থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। দীর্ঘ প্রায় ১৮ বছর পর লন্ডন থেকে নিজ দেশে ফিরছেন তারেক রহমান। তাকে একনজর দেখতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে ঢাকা যেতে শুরু করেছেন। তবে বেশিরভাগই যাচ্ছেন আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাতের মধ্যে।
আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে গত কয়েকদিন ধরে আনন্দ মিছিল হচ্ছে। নগর ও জেলার বিভিন্ন এলাকায় এসব মিছিলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। সেই সঙ্গে প্রস্তুতি নিয়ে ঢাকা যাওয়া শুরু করেছেন। তারেক রহমানের আগমনকে সামনে রেখে চট্টগ্রাম বিএনপি উজ্জ্বীবিত।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বুধবার তূর্ণা এক্সপ্রেস, ঢাকা মেইল, সোনার বাংলাসহ বিভিন্ন ট্রেন এবং শতাধিক বাসসহ ব্যক্তিগত বিভিন্ন যানবাহনে করে আমাদের অনেক নেতাকর্মীরা যাবেন। এ ছাড়া গত কয়েকদিন ধরে অনেকে ঢাকা পৌঁছে গেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঢাকা যাচ্ছেন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের আওতাধীন ৮টি উপজেলাসহ ইউনিয়ন ও ওয়ার্ড ৩০ থেকে ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।
ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে অনেকে ঢাকা চলে গেছেন।’
পূর্বাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনে গড়ে ২ থেকে ৩টি বগি সংযোজন করা হচ্ছে। তূর্ণা, ঢাকা মেইল ও সোনার বাংলা যাবে ২০টি বগি করে। এসব ট্রেনে প্রচণ্ড ভিড় হতে পারে। আজ সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী বাস, মিনিবাসসহ ব্যক্তিগত যানবাহনের বহর ঢাকার উদ্দেশ্য যাওয়া শুরু হবে বলে দলীয় নেতারা জানান।
এদিকে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ইতিমধ্যে দলীয় মনোনয়ন পাওয়া সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি আবার কোনো কোনো আসনে মনোনয়ন প্রত্যাশীরাও তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ঢাকায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছেন। কার চাইতে কে বেশি লোকসমাগম করতে পারে এরকম প্রস্তুতিও নিচ্ছেন নেতারা।
আজ বুধবার অনেক গণপরিবহনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কারণে হঠাৎ সাধারণ যাত্রীরা যানবাহনের সংকটে পড়বেন। এতে করে সাধারণ যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়তে পারেন।
দলীয় নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম থেকে হাজার-হাজার নেতাকর্মী ও বিএনপির সাধারণ সমর্থকেরা শত-শত বাস মিনিবাস, মাইক্রোবাস করে সড়ক পথে এবং ট্রেনের বিভিন্ন বগি বরাদ্দ নিয়ে ঢাকা যাচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের খবরে চট্টগ্রাম মহানগর ও জেলায় প্রতিদিন বিএনপিরসহ তার অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে নেতাকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করা হচ্ছে।
নেতারা আরো জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন মহানগরীর বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে সুদীর্ঘ ১৮ বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উৎসব মুখর করতে এবং নিজেদের স্বাক্ষী করতে ঢাকায় যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৯ ৪ বার পঠিত