বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট জেলার উদ্যোগে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি, হাদীসহ সকল রাজনৈতিক হত্যার বিচার, ভালুকায় দীপু দাস হত্যার বিচার এবং মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি জানানো হয়।

বামজোটের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. মন্টু ঘোষ, জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ জেলার সভাপতি সোলেমান দেওয়ান, সিপিবি জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, বাসদ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ ও এস এম কাদির।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যার পর স্বার্থান্বেষী মৌলবাদী চক্র দেশের নির্বাচনী পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকেও হেনস্থা করা হয়। সরকারের নির্লিপ্ত ভূমিকা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে সাম্প্রদায়িক উন্মাদনা বৃদ্ধি পেয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার গার্মেন্টসের শ্রমিক দীপু দাসকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে। তদন্তে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হয়নি। তারা সরকার ও প্রশাসনের অকার্যকর ভূমিকার কারণে এই সহিংসতা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করেন।

সমাবেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হাদীসহ সকল রাজনৈতিক হত্যার বিচার, ভালুকায় দীপু দাস হত্যার বিচার এবং মব সন্ত্রাস-সাম্প্রদায়িক হামলা বন্ধের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোরও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:১১:২৭   ১০ বার পঠিত