শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

বিচার না হলে ধরে নেবো রাষ্ট্রের একটি অংশ জড়িত: ডাকসু ভিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচার না হলে ধরে নেবো রাষ্ট্রের একটি অংশ জড়িত: ডাকসু ভিপি
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



বিচার না হলে ধরে নেবো রাষ্ট্রের একটি অংশ জড়িত: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘শহিদ শরিফ ওসমান হাদিরর হত্যাকারীরা গ্রেপ্তার না হলে ও এ হত্যার বিচার না হলে আমরা ধরে নেবো এ হত্যার সাথে রাষ্ট্রের একটি অংশ জড়িত।’

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে শহীদ ওসমান হাদির গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ওসমান হাদি বলে গিয়েছিলেন— জান দেবো কিন্তু জুলাই দেবো না। তিনি তার কথা রেখেছেন। ওসমান হাদির ওপর হামলার ১৬ দিন পার হয়েছে। কিন্তু সরকার এখনো তার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়েছি হামলার ৫ ঘন্টার মধ্যে খুনি ভারতে চলে গেছে। দেশের এত ইন্টিলিজেন্স ফাঁকি দিয়ে সে কিভাবে গেলো? আর এ ঘটনার এত দিন পার হলেও সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

ওসমান হাদির বিচার এই দেশেই হবে উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, বাংলাদেশে আর কোন দিল্লির তাবেদারী চলবে না, ফ্যাসিবাদের জায়গা হবে না। ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের সবাইকে আমরা দেখে নেবো। আমরা কথা দিচ্ছি, শহীদ ওসমান হাদির বিচার এই বাংলাদেশে হবে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ওসমান হাদির লড়াই ইনসাফের লড়াই, জুলাই বিপ্লবকে পূর্ণতা দানের লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই। এই লড়াই একটি দীর্ঘ লড়াই। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।

গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, হল সংসদের ভিপি আজিজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১১:২৩   ৫ বার পঠিত