মাদারীপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাদ পড়লেন ৫ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাদ পড়লেন ৫ জন
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে যাচাই-বাছাই শেষে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দলের মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (৩ জানুয়ারি) তিন দিনব্যাপী যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়। শনিবার মাদারীপুর-৩ আসন ও জেলার শেষ দিনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপন করায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আইনি পদক্ষেপ নিতে পারবেন।

মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর একাংশ)

এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ভুল তথ্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাকি ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আজিজুল হক।

মাদারীপুর-১ (শিবচর)
এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাদিজুর রহমান। এছাড়া এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লাও বৈধ প্রার্থী হিসেবে টিকে রইলেন।

মাদারীপুর-২ (সদর-রাজৈর)

মাদারীপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাদ পড়লেন ৫ জন

এই আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন: স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলাম।

বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী) প্রার্থী মো. দিদার হোসেন, কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহীদুল ইসলাম খান।

আসনভিত্তিক ভোটার ও কেন্দ্র তথ্য মাদারীপুর-১:
শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন, নারী ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ১০২টি।

মাদারীপুর-২: মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৭৯৫ জন, নারী ২ লাখ ১০ হাজার ৬৮১ জন এবং হিজড়া ভোটার ৮ জন। মোট ভোটকেন্দ্র ১৪৫টি।

মাদারীপুর-৩: কালকিনি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন এবং সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৭৩০ জন, নারী ১ লাখ ৮৩ হাজার ২৩৩ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ১৩৪টি।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫১   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে বৈধতা পেল ৪০ প্রার্থীর ৪১ মনোনয়নপত্র, বাতিল ১৬
দোয়া, ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত খালেদা জিয়ার সমাধিস্থল
দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বিশৃঙ্খলা ও অনিয়ম : সড়ক উপদেষ্টা
সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী
তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা
‘খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কিছু করেছেন’
শিক্ষিত বেকার যুবকদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে : নূরুল ইসলাম মনি
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ