শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করা শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি।

শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের নাগরিককে হত্যা করে, গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা ভারতে প্রবেশ করছে কোনো বাধা ছাড়াই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব ভারত সরকার এ ধরনের কোনো উদ্যোগ নেবে না। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।’

শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া নেত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চলছে।’

শহীদ ওসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে, ভারতের অর্থ সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা খুনিকে আবারও ভারতে পাচার করে দিয়েছে। এতে জনমনে অনেক সন্দেহ সৃষ্টি হয়েছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সাধারণ মানুষ আতঙ্কিত যে, আগামী নির্বাচনের আগে বাকি সময়ে আরও হত্যাকাণ্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে। আর তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ দলীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪০   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে বৈধতা পেল ৪০ প্রার্থীর ৪১ মনোনয়নপত্র, বাতিল ১৬
দোয়া, ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত খালেদা জিয়ার সমাধিস্থল
দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বিশৃঙ্খলা ও অনিয়ম : সড়ক উপদেষ্টা
সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা
তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী
তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা
‘খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কিছু করেছেন’
শিক্ষিত বেকার যুবকদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে : নূরুল ইসলাম মনি
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ