দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই - খাদ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই - খাদ্য উপদেষ্টা
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই - খাদ্য উপদেষ্টা

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। বিগত বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুত বেশি আছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিলো। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান। তিনি আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ আমদানি করা হয়েছে, আরও কিছু পরিমাণ আমদানি প্রক্রিয়া মধ্যে আছে।

আমদানির পরিমাণটা কতো হতে পারে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়, আরও কয়েক মাস পরে বলা যাবে। তবে এটা ঠিক অন্যান্য বছরের তুলনায় আমদানির পরিমাণটা এবার কম হবে আশা করছি।

খাদ্য উপদেষ্টা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। তিনি বলেন, ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও চাল বিক্রি করেন। আমরা এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজনে হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম দাম পাই সেখান থেকে কিনি। গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিলো। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৪৪   ২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ - পরিবেশ মন্ত্রণালয়
​সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
মনির হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে
প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ
এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে
তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও
ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট
হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম: নাসীরুদ্দীন
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ