আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে - তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে - তথ্য উপদেষ্টা
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে - তথ্য উপদেষ্টা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, “যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। বিএমআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সৈয়দা রিজওয়ান হাসান বলেন, “খেলাধুলা সব সময় রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা। দুঃখজনকভাবে আইপিএলের ক্ষেত্রে খেলাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। সাধারণত দুটি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। এখানে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।”

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলএ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল। শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয় কেকেআর। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দেন।

তথ্য উপদেষ্টা বলেন, “কোনো খেলোয়াড়কে দলে না নেওয়ার পেছনে যদি খেলাগত যুক্তি থাকত, তাহলে সেটি ভিন্ন বিষয় হতো। তবে, এখানে যে যুক্তি তুলে ধরা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে দেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে এবং স্বাভাবিকভাবেই একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে।”

তিনি বলেন, “এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে একটি অবস্থান নেওয়া জরুরি। সে কারণেই আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোন প্রক্রিয়ায়, কোন পথে সিদ্ধান্ত নেওয়া হবে তা পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে কোনো সাংঘর্ষিকতা নেই উল্লেখ করে রিজওয়ান হাসান বলেন, “একটি নির্দিষ্ট পরিস্থিতি তৈরি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই দায়িত্বশীল অবস্থান। এ ক্ষেত্রে নীরব থাকার সুযোগ নেই।”

তিনি বলেন, “আইপিএল ইস্যুতে আইন উপদেষ্টা যে মত দিয়েছেন, সেটির আইনগত ভিত্তি যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ১৬:৪০:২০   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ - পরিবেশ মন্ত্রণালয়
​সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
মনির হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে
প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ
এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে
তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও
ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট
হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম: নাসীরুদ্দীন
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ