![]()
ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা তা গণভোটের মাধ্যমেই বাংলাদেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক নির্বাচনী কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
দেশ কীভাবে চলবে তা ঠিক করবে গণভোটের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে যোগ করে বাস্তবায়ন করতে গণভোটের মাধ্যমে রায় দিবে দেশের জনগণ।
একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে; যা বাস্তবায়ন করা সম্ভব কেবল গণভোটের মাধ্যমেই। বলেন ছলচাতুরি করে ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা রুখে দিতে গণভোট বাস্তবায়ন জরুরি।
বাংলাদেশ সময়: ১৬:৩১:০৪ ১৯ বার পঠিত