নির্বাচনী ট্রেন সচল করতে যন্ত্রাংশ বদলে গতি ফেরানোর চেষ্টা ইসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী ট্রেন সচল করতে যন্ত্রাংশ বদলে গতি ফেরানোর চেষ্টা ইসির
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



নির্বাচনী ট্রেন সচল করতে যন্ত্রাংশ বদলে গতি ফেরানোর চেষ্টা ইসির

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী সাধারণ নির্বাচন হবে অনেকটা লাইনচ্যুত রেলকে পুনরায় লাইনে এনে সচল করার মতো। ন্যূনতম সংস্কার ও যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে গতিশীল করাই এখন প্রধান লক্ষ্য।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৮১টি সংস্থার মোর্চা ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (এএফইডি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের নির্বাচনী ব্যবস্থা ও চলমান সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ টেনে ইসি সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচনকে আমি যদি একটু রূপকভাবে বলি, এটা অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। ন্যূনতম রিপেয়ার করে, কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা এটা করতে পারি, তাহলে এটাকেই আমরা প্রথম বড় সাফল্য হিসেবে ধরতে পারি।

নির্বাচন পর্যবেক্ষকদের গুরুত্বারোপ করে তিনি বলেন, পর্যবেক্ষকরা হচ্ছেন নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। আমরা চাই তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত ও বস্তুনিষ্ঠ হয়। মৌলিক বিষয়গুলোতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। পর্যবেক্ষকদের নীতিমালার মধ্যে থেকে কমিশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও এ সময় আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপার্সন তালেয়া রহমান এবং খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকার। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৩   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতে বিনিয়োগ বাড়াতে আইসিসিবিতে ৩ দিনের প্রদর্শনী শুরু
ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে ‘অস্বাভাবিক’ নয় : পররাষ্ট্র উপদেষ্টা
তীব্র শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
প্রশাসনের পক্ষপাত নিয়ে অভিযোগের বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় ‘দায়মুক্তি অধ্যাদেশ’ খসড়া চূড়ান্ত : আসিফ নজরুল
শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ