প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে প্রতিভা ও মেধা বিকাশ - শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে প্রতিভা ও মেধা বিকাশ - শারমীন এস মুরশিদ
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে প্রতিভা ও মেধা বিকাশ - শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে এসেছো। তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

উপদেষ্টা আজ ঢাকায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরাধীন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস।

উপদেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং শিশুদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ হলো সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া যেন তাদের মেধার সঠিক বিকাশ ঘটাতে পারে। তিনি বলেন, এখানে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে আসেনি, সবাই খেলতে এসেছে। হার-জিত কেবল শেখার একটি অংশ। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রতিবন্ধীর কোনো শব্দের অর্থ আমার কাছে নেই। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান।

শারমিন এস মুরশিদ জানান, বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য যেমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন রয়েছে, বাংলাদেশও সে পথেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বিজয়ী আখ্যা দিয়ে মুরশিদ বলেন, এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়—বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্যভিত্তিকভাবে গড়ে তোলার একটি ধারাবাহিক চর্চা।

উপদেষ্টা শিশুদের ডিসপ্লের মাধ্যমে দেশীয় সংস্কৃতির চমৎকার পরিবেশনা উপভোগ করেন। পরে তিনি বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সরকারি শিশু পরিবার (বালিকা) শিশু কিশোরী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫১   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ‘শ্যুটার’ আটক
বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : আখতারুজ্জামান
আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই: আবুল কালাম
২৯৫ ওষুধ জাতীয় অত্যাবশ্যক তালিকাভুক্ত, মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা অনুমোদন
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন
নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট : আলী রীয়াজ
সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্ত পুলিশ সুপার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ