
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং নগদ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ এফআইইউ (FIU) এর প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহারিয়ার তালুকদার (বিএ-১১৮৭৪)-এর নেতৃত্বে পঞ্চাশী গ্রামের বাসিন্দা মোঃ শান্ত সরকারের বাড়িতে তল্লাশি চালানো হয়। মাদক বিক্রিরত অবস্থায় হাতেনাতে ৪ জনকে আটক করে সেনাসদস্যরা।
আটককৃত ব্যক্তিরা সবাই সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামের বাসিন্দা। তারা হলেন: মোঃ শান্ত সরকার (২৩), মোঃ প্রান্ত সরকার (১৭), মোছাঃ চৈতি (২০), মোছাঃ শিউলি বেগম। অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, নগদ ৬৪,৭০০ (চৌষট্টি হাজার সাতশত) টাকা সহ ১টি খেলনা পিস্তল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত মালামাল বুধবার দুপুর ২টায় সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। থানার এসআই চাঁন মিয়া আনুষ্ঠানিকভাবে আসামিদের গ্রহণ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সেনাবাহিনীর এই সময়োপযোগী ও সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরদার হবে এবং এলাকা মাদকযুক্ত হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৪১ ৩০১ বার পঠিত