আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই: আবুল কালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই: আবুল কালাম
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই: আবুল কালাম

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ মাগরিব বন্দর উপজেলার শুভকরদিস্থ হাজী নূরউদ্দিন আহমেদের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নূরউদ্দিন আহাম্মদ। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছায় আশা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম বলেন, “আমি এমপি ক্যান্ডিডেট হলেও আপনাদের সন্তান। আমি আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই। আপনারা আমাকে গোলাম হিসেবেই দেখবেন।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে ভোট চাওয়ার কোনো সুযোগ নেই। আমি শুধু আপনাদের দোয়া চাই, আগামী দিনে যেন আপনাদের পাশে থাকতে পারি। আমার সন্তান আশাকে আপনাদের হাতে তুলে দিয়ে মরতে চাই। আমাদের পরিবারের ধারাবাহিকতায় আমার পরে যেন জালাল হাজী পরিবারের ঐতিহ্য ধরে রাখতে পারে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন্দর শহর বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন কাজল, হান্নান সরকার, সুলতান আহাম্মদ ভূইয়া, মেজবাহ উদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দুলাল হোসেন, অ্যাডভোকেট এম এ মতিন, শহীদ হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, প্রবীণ বিএনপি নেতা পিয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বপন মাহমুদ, বকবর হোসেন, সাফিউদ্দিন, মোরশেদ আলম, আব্দুস সাত্তার, হাবিব মেম্বার, নাসির ভূইয়া, দীন ইসলাম প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৪   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, নির্বিকার প্রশাসন
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৬
ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণের স্থান থেকে শতাধিক বোমা তৈরির উপকরণ উদ্ধার
এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে : উপদেষ্টা ফাওজুল কবির
যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে : প্রেসসচিব
দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ