সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’

প্রথম পাতা » খেলাধুলা » ‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’

ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি নিরাপত্তা টিমের এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই।’

আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি চিঠিতে জানিয়েছে ভারতে গিয়ে বাংলাদেশ দলের জন্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তিনটি নিরাপত্তা শঙ্কা রয়েছে।
আইসিসি নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টার আরও বলেন, ‘আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পড়তে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব এর চেয়ে উদ্ভট ও অবস্তাব, অযৌক্তিক কিছু হতে পারে না।’

মোস্তাফিজের ইস্যুর পরপরই ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে এমন অবস্থান যৌক্তিক সেটা আবার প্রমাণিত হয়েছে।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী। এ ব্যাপারে আসিফ নজরুল বলেন, ‘মিডিয়ায় দেখেছি পাকিস্তানের আগ্রহের বিষয়টি। এটা সত্য-মিথ্যা জানি না। ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।’

আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি পরামর্শ দিয়েছে-

এক. বাংলাদেশ দলের তারকা পেসার বোলার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা।

দুই. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয়।

তিন. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৮:০৩:১৯   ১৪ বার পঠিত