![]()
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল এখনও খোলা আছে বলে নিশ্চিত করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ট্রাম্প ইরানের পক্ষ থেকে সম্ভাব্য আলোচনার প্রস্তাব আসার দাবি জানানোর পর এ কথা জানাল তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন,
আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধির মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা আছে এবং প্রয়োজন হলে সেই চ্যানেলের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হয়।
কূটনীতির প্রতি ইরানের প্রতিশ্রুতি অটুট রয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘আমরা সবসময় কূটনীতি ও আলোচনার নীতিতে বিশ্বাস করে এসেছি। তবে তা অবশ্যই হতে হবে দ্বিপাক্ষিক।’
এর আগে রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন, একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে… তারা আলোচনা করতে চায়।’
তবে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে’।
ট্রাম্প বলেন,
তারা (ইরান) আলোচনা করতে চাইছে। তবে, মনে হচ্ছে এমন কিছু লোককে হত্যা করা হচ্ছে যাদের হত্যা করা উচিত নয়। আপনি যদি তাদের নেতা বলেন তবে এরা হিংসাত্মক। আমি জানি না তারা নেতা নাকি তারা কেবল সহিংসতার মাধ্যমে শাসন করে।
২০২২ সালের পর ইরান সরকার সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর, ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন যে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করা হলে ওয়াশিংটনও এতে যুক্ত হবে।
বাংলাদেশ সময়: ১৮:০৬:৪৫ ১৪ বার পঠিত