সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় হতাহত শ্রমিকেরা ডোবরার একটি মিলের শ্রমিক।

সোমবার বেলা তিনটার দিকে বোয়ালমারী উপজেলার সোতাশী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি পাঁচজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত-আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে হতে জানা যায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ বোয়ালমারী উপজেলার সুতাশি রেল ক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই জুট মিলের দুই পুরুষ এবং এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৯   ১৫ বার পঠিত