গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ - আলী রীয়াজ

প্রথম পাতা » চট্টগ্রাম » গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ - আলী রীয়াজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ - আলী রীয়াজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ স্পষ্ট করেন, জুলাই সনদ পাস হলেও সংবিধান থেকে ১৯৭১ মুছে ফেলা বা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি অভিযোগ করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ হাজারো মানুষের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে এবং এটি রক্ষা করা বর্তমান প্রজন্মের পবিত্র দায়িত্ব। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস এবং দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার মতো যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।

অধ্যাপক আলী রীয়াজ আশ্বাস দেন, ফ্যাসিবাদের পতনের পর সুন্দর একটি দেশ গড়ার সুযোগ আছে। গণভোটকে সফল করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অতীতে সংবিধান সংশোধন মূলত ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে হয়েছে, এবার জনগণের ভোটের মাধ্যমে হিস্যাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

সম্মেলনে বিভাগীয় পর্যায়ের বিপুল সংখ্যক ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক আলী রীয়াজ ইমামদের আহ্বান জানান, সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিয়ে দেশে পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখতে।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার সম্পন্ন হলে দেশে টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১১   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ - আলী রীয়াজ
পোস্টাল ব্যালট নিয়ে ওঠা প্রশ্নের স্বচ্ছ সমাধান কমিশনকেই করতে হবে: আমির খসরু
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন
নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া : জোনায়েদ সাকি
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শিক্ষককে প্রশাসনের কাছে হস্তান্তর ও হুমকি নিয়ে অবস্থান ব্যাখা করল চাকসু
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি - মৎস্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ