জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি

প্রথম পাতা » চট্টগ্রাম » জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ও তাদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র‌্যাবের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত ৭৫ জন র‌্যাব সদস্য প্রাণ হারিয়েছেন। আমরা যেকোনো মূল্যে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গাস্থ র‌্যাব-০৭-এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত নায়েক সুবেদার মোতালেব হোসেনের জানাজা শেষে তিনি সংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।

তিনি বলেন, র‌্যাবের প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে। আমাদের সদস্যদের অধিকার ছিল নিজের আত্মরক্ষায় গুলি করা। কিন্তু তারা জান-মালের ক্ষয়-ক্ষতির শঙ্কায় তা করেনি।
তবে আমরা পুরো অভিযানটি তদন্ত করে দেখব—এখানে কোনো ভুলত্রুটি আছে কি না। যদি ভুলত্রুটি থাকে, সেগুলো সংশোধন করে আগামীতে আমরা আরো সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করব। র‌্যাব সেখানে কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল। যারা হামলা চালিয়েছে, তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি।
আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করব।

র‌্যাব ডিজি বলেন, সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। এজন্য যারা দায়ী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যেন তাদের সাজা নিশ্চিত হয়, সেটি আমরা যেকোনো মূল্যে নিশ্চিত করব। আপনাদের কথা দিতে চাই—এই ঘটনায় একটি মামলার দায়ের হয়েছে।
বিচারের রায় না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো বিষয়টি মনিটরিং করবে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা এটি মনিটর করব। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং আমাদের দায়িত্ব পালন করে যাব।

শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই—এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং মোতালেবের পরিবারের পাশে থাকব।

সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা আবারও আপনাদের আশ্বস্ত করতে চাই—এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এর পেছনে লেগে থাকব। আর জঙ্গল সলিমপুর, যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে, শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আছে, তাদের নির্মূল করা হবে। অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব—এইটুকু কথা আমরা আপনাদের দিলাম।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‌্যাব-৭-এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন আছেন আরো ৩ র‌্যাব সদস্য। এই ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:১৫   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন - সুপ্রদীপ চাকমা
‘গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে’: উপদেষ্টা আদিলুর
প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু
গণভোটের সমালোচনাকারীদের জানার পরিধি কম : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ