![]()
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু জনগণকে ভোট দিতে দেয়া হয়নি। দেশের কেউ কোন অন্যায়ের প্রতিবাদ করতে পারতো না। অন্যায়ের প্রতিবাদ জানালে তাদের, গায়েবি মামলা দিয়ে ধরে নিয়ে যেতো তা না হলে হত্যা করতো। এ রকম ঘটনা দেশে শত শত ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার সময়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের উন্নয়নে অনেকগুলো প্রকল্প নেয়া হয়। ২০০৮ সালে এসে ষড়যন্ত্রের নির্বাচনে স্বৈরাচার আসলো তখন সব পন্ড হয়ে গেলো।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে মোবাইল নম্বর নিয়ে মা বোনকে বিভ্রান্ত করছে।
তিনি বলেন, গত ষোল বছর দেশে ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে বর্তমানে আরকটি রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারেক রহমান সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন, সবাই অত্যন্ত সতর্ক ও সজাগ থাকবেন। কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে। সেই সাথে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, পত্রিকায় পড়েছি তারা ব্যালট পেপার সব নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। তারা ভোট চুরির প্রক্রিয়া শুরু করেছে।
সভা শুরুর আগে মৌলভীবাজার-৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থীকে মঞ্চে পরিচয় করিয়ে দেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:১০:০০ ৮ বার পঠিত