ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘আমরা চাই, একটি সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো হুমকি-ধামকি বুড়ো আঙুল দেখানো জনগণ মেনে নেবে না, ইনশাআল্লাহ। ভোটে ইঞ্জিনিয়ারিং করবেন, মাথা থেকে এসব পরিবর্তন করেন। খবরদার কোনো চিন্তা করবেন না যে ভোটে ইঞ্জিনিয়ারিং করব, পিঠের চামড়া থাকবে না। ভোট কেন্দ্রে যদি দেখতে পায় গত ১৫ বছরের মতো কোনো অনিয়ম হয়েছে, তাহলে কী অবস্থা হবে তা ভাষায় বর্ণনা করতে পারব না।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, আমরা সেই পরিবেশ গড়ে দেব। জামায়াত যে একটা ধর্ম ব্যবসায়ী তাতে কোনো সন্দেহ নেই। জামায়াতে ইসলাম এতদিন বলে আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন প্রেস কনফারেন্স করে বলছে, আমরা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চালু করব না। এতেই তারা তাদের মৌলিক দর্শন থেকে পালিয়ে গেল।

চারবারের সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, ‘জামায়াতে ইসলাম একটি ধর্মব্যবসায়ী দল। ধর্ম যার যার, উৎসব সবার—কিন্তু ধর্মকে পুঁজি করে রাজনীতি করলে সমাজে বিভেদ সৃষ্টি হয়। জামায়াত গ্রাম পর্যায়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এতে কেউ যেন প্রলোভনে না পড়ে।’

জনসভায় তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৮   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার
ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান
নারী-পুরুষ মিলেই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়বো : জামায়াত আমির
দুর্নীতি-দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিলেন আবুল কালাম
একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি: তারেক রহমান
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন
রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার - বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ