দুর্নীতি-দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিলেন আবুল কালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি-দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিলেন আবুল কালাম
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



দুর্নীতি-দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিলেন আবুল কালাম

নারায়ণগঞ্জের সদর ও বন্দরে নিজ নির্বাচনী এলাকার জনদুর্ভোগ ও অনিয়ম-দুর্নীতি কমাতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। এক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনবারের সাবেক এ এমপি।

কালাম বলেন, শহর ও বন্দর এলাকার জনদুর্ভোগের কথা তিনি জানেন। এবং রাস্তাঘাটের ভাঙাচোরা অবস্থা, যানজটের মতো দুর্ভোগ ও দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করতে সুষ্ঠু পরিকল্পনার মধ্য সম্মিলিতভাবে সমাধান করবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটির ১৮ নম্বর ওয়ার্ডের শহিদনগরে গণসংযোগকালে এসব কথা বলেন ধানের শীষের প্রার্থী। আনুষ্ঠানিকভাবে এ এলাকা থেকেই প্রচারণা শুরু করেন আবুল কালাম।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে নাগরিক যে দুর্ভোগ রয়েছে বিশেষ করে শহরাঞ্চলে এবং বন্দরে- মদনপুর-মদনগঞ্জ রাস্তা; এ বিষয়গুলো আমি জানি। আমি নিজেও একজন ভুক্তভোগী। যেহেতু আমি ওইখানকার অধিবাসী। অন্যান্য যারা জনসাধারণ রয়েছে বন্দর ও সদরে সকলের সাথে এতদিন দুঃখ ভাগাভাগি করে চলে আসছি। বিষয়টা আমার মাথায় ও উপলব্ধির ভিতরে আছে।”

“জনসাধারণকে নিয়ে যানজটের যে দুর্ভোগ রয়েছে, দুর্নীতির যে অভিযোগ রয়েছে, এগুলো একটি বৃহৎ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করবো”, যোগ করেন এ প্রার্থী।

দল তাকে আসনটিতে আবারও মনোনীত করায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন আবুল কালাম। প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, তিনি সকল বিধিমালা মেনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। স্থানীয় জনগণ তার সঙ্গে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিয়েছেন। মহল্লা-মহল্লায় লোকজন শামিল হচ্ছেন।

জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পেছনে বিগত ১৭ বছরের বিরুদ্ধমত দমনের শোষণ-নিপীড়নের পর মুক্তির ‘আবেগ’ বলেও মন্তব্য করেন বিএনপির প্রার্থী।

“তারা (মানুষ) এতখানি আবেগঘন হয়ে গেছে যে, তাদের উচ্ছ্বাস ধরে রাখার মতো নয়। এ গণজোয়ার সৃষ্টি হওয়ার পেছনে জনগণের ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান”, বলেন তিনি।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে ভালোবাসতেন উল্লেখ করে আবুল কালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলকে যেভাবে সৃষ্টি করেছে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিগত দিনে নেতা-কর্মীরা যেভাবে লড়াই সংগ্রাম করেছে, একইভাবে তার সঙ্গে প্রচারণায় নেমেছে স্থানীয় নেতা-কর্মীরা।

ভোট প্রার্থনা করে তিনি বলেন, “জনসাধারণের নাগরিক আধিকার, গণতান্ত্রিক আধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করি। এবং আশা করি সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশে একটা সুন্দর নির্বাচনী রায়ের মাধ্যমে আমরা আবার জনগণের সেবায় নিয়োজিত হতে সক্ষম হবো।”

বিকেলে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আবুল কালাম। নয়াপাড়া এলাকা থেকে প্রচারণা শুরু করে পাইকপাড়া হয়ে বাবুরাইল মোড়ে এসে গণসংযোগ শেষ করেন তিনি।

এ সময় ধানের শীষের প্রার্থী আগামী ২৫ জানুয়ারি পাশের ওয়ার্ড ১৬ নম্বরে গণসংযোগকালেও সহযোগিতা কামনা করেন নেতা-কর্মীদের কাছে।

প্রথম দিনের গণসংযোগে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৮   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার
ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান
নারী-পুরুষ মিলেই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়বো : জামায়াত আমির
দুর্নীতি-দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিলেন আবুল কালাম
একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি: তারেক রহমান
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুন
রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার - বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ