
মঙ্গল যজ্ঞ, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজিত হচ্ছেন জ্ঞানের দেবী সরস্বতী। ভোর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যানিকেতনে ভিড় করছেন শিক্ষার্থীরা। বিদ্যা দেবীর আশীর্বাদে জড়তা ও অজ্ঞতা কাটিয়ে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত হওয়ার প্রত্যাশা সবার।
এক হাতে বেদ, অন্য হাতে বীণা-সাদা রাজহাঁসের বাহনে চড়ে বসন্ত পঞ্চমী তিথিতে আবারও মর্ত্যে জ্ঞানের আলো ছড়াচ্ছেন দেবী সরস্বতী। এ উপলক্ষে ভক্তরা নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর পূজা করছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পুরোহিতদের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর কাছে আশীর্বাদ কামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পূজা। পূজা শেষে অনেক মণ্ডপে খুদে শিক্ষার্থীদের হাতেখড়ি দেয়া হয়। পরে বিতরণ করা হয় প্রসাদ।
রাজধানীতে সরস্বতী পূজার অন্যতম কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। হল প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের আয়োজনে গড়ে উঠেছে ৭৬টি আলাদা মণ্ডপ। প্রতিটি মণ্ডপেই নিয়ম অনুযায়ী চলছে দেবী বন্দনা। শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
বিদ্যার দেবী হিসেবেই দেবী স্বরস্বতীর আরাধনা করা হয়। তাই এ দিনে শিক্ষার্থীসহ সবার একটাই প্রার্থনা-বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত হোক জীবন।
বাংলাদেশ সময়: ১৬:১৭:১৬ ২ বার পঠিত