সরিষাবাড়ীতে রেলওয়ে সংস্কার কমিটির অবস্থান কর্মসূচি ও ট্রেন অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে রেলওয়ে সংস্কার কমিটির অবস্থান কর্মসূচি ও ট্রেন অবরোধ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে রেলওয়ে সংস্কার কমিটির অবস্থান কর্মসূচি ও ট্রেন অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রেলওয়ে স্টেশন এলাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ‘সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটি’র ব্যানারে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিকালীন আন্দোলনকারীরা আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন। এতে স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা একাত্মতা ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বর্তমান রেল পরিষেবার নানা ত্রুটি তুলে ধরেন বলেন, বর্তমানে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস—এই তিনটি ট্রেন সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রুটে চলাচল করছে। তবে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের সময়ের ব্যবধান খুব কম হওয়ায় যাত্রী স্বল্পতা দেখা দিচ্ছে, যা রেলওয়ের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা থেকে ট্রেনগুলো তারাকান্দিতে পৌঁছাতে বিকেল হলেও ফেরার পথে গভীর রাত হয়ে যায়। ফলে গন্তব্যে নেমে যাত্রীরা ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন।

আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরেন। ১. অগ্নিবীণা বা জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময় পরিবর্তন করে ঢাকা থেকে রাতে এবং জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করা।
২. জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করা।
৩. বন্ধ থাকা ধলেশ্বরী এক্সপ্রেস পুনরায় চালু করে সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করা, যাতে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ সহজতর হয়।
“যাত্রীদের ভোগান্তি কমাতে এবং রেলের লোকসান ঠেকাতে এই দাবিগুলো পূরণ করা এখন সময়ের দাবি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আমরা আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার, নূর সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলনের পথে হাঁটবেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৪১   ৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১২ ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস
দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান
স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য - তৈয়্যব
সরিষাবাড়ীতে রেলওয়ে সংস্কার কমিটির অবস্থান কর্মসূচি ও ট্রেন অবরোধ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা
উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ
টস জিতে যুক্তরাষ্টকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ