শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। মাদকসহ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, কোনো প্রতিশ্রুতি দেব না।
প্রার্থীরা নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ আমি পুনরুদ্ধার করব। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল।

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করেন।
আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এ ছাড়া রাতে তিনি ঢাবি জগন্নাথ হল ও রমনা কালিমন্দির সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:১০   ৯ বার পঠিত