![]()
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান বলেছেন, ‘মিডিয়া ব্ল্যাক আউট চলছে। আমাদের নিউজ না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। চারিদিকে অস্ত্রের ঝনঝনানি দেখছি। এই দেশে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীকে নির্বাচিত হতে দেওয়া হবে না।
কেউ ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব।’
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীতে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আলী নাছের খান বলেন, ‘ধানের শীষের প্রার্থী কাউকে প্রতিদ্বন্দ্বীই মনে করছেন না। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে।
আমাদের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের এক নেতাকে গুলি করা হয়েছে। আমি নিরাপত্তা চেয়ে বাসন থানায় আবেদন করেছি।’
তিনি আরো বলেন, ‘শোনা যাচ্ছে, ভোট লুট করে নিয়ে যাবে।
ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব। গাজীপুর-২ সহ সারা দেশে ১১ দলীয় জোটের জোয়ার উঠেছে। মানুষ আমাদেরকে ভোট দিবে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নানা ধরনের ষড়যন্ত্র করছেন। সবাইকে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ সময়: ২২:৫২:৩৫ ৭ বার পঠিত