
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার শান্তি ‘চুক্তিতে’ পৌঁছনোর জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার তিন সপ্তাহ পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি বিরোধীদের প্রতি এ আহ্বান জানান।
দেশটির উপকূলীয় রাজ্য লা গুয়াইরা থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলায় শান্তির বিষয়ে কোনো রাজনৈতিক বা দলীয় পার্থক্য থাকতে পারে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের একে অপরকে সম্মান জানিয়ে কথা বলতে হবে।
আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের একত্রিত হতে হবে এবং চুক্তিতে পৌঁছতে হবে।’
বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৬ ৫ বার পঠিত