
ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ছাড়া, বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সোহাগ (২২) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার-সংলগ্ন ডা. আহাজার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী রানী (৫৫) ও তুষার দাস (২৫)। তবে অটোরিকশা চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া, এদিন দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিনের টগবী রাস্তার মাথা-সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার সেলিমের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সিয়াম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অপরদিকে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে লালমোহনের দিকে আসছিল অটোরিকশাটি। এ সময় বাস এবং অটোরিকশা ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় আসলে সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে রিকশার চালকসহ আরও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি বলেন, নিহত তিনজনের মধ্যে সবাই অটোরিকশায় ছিলেন, এদর মধ্যে একজন চালক। খবর পাওয়ার ২-৩ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের জরুরি ভিক্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সোহাগ ও সিয়াম দুজনে মিলে মোটরসাইকেল যোগে উদয়পুর রাস্তার মাথা থেকে মনিরামের দিকে যাচ্ছিলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। গুরুতর অবস্থায় সিয়ামকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। থানায় এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
বাংলাদেশ সময়: ১৭:১৯:২২ ৬ বার পঠিত