যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়ে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েন পাঁচ লাখেরও বেশি মার্কিন নাগরিক। দেশজুড়ে তীব্র শীতল আবহাওয়া বিরাজ করছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক্স-এ দেওয়া পোস্টে জানায়, আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকার তাপমাত্রা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত হিমাঙ্কের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ‘রেকর্ড নিম্ন তাপমাত্রা’ বিরাজ করছে।

ইতোমধ্যে কিছু এলাকার আকাশ পরিষ্কার হতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলে তুষারপাত অব্যাহত রয়েছে। কানেকটিকাটের কিছু অংশে ২২ ইঞ্চিরও বেশি তুষার জমেছে। আর ম্যাসাচুসেটসের বোস্টনে ১৬ ইঞ্চির তুষারপাতের রেকর্ড হয়েছে।

বিভিন্ন প্রদেশের সরকার ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রবল তুষার ঝড়ে হাইপোথারমিয়াসহ সড়ক দুর্ঘটনা, স্লেজিং, এটিভি ও তুষার পরিষ্কারের সময় অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মেইনের ব্যাঙ্গরে তুষারঝড়ের মধ্যে উড্ডয়নের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।

অন্যদিকে, নিউ জার্সিতে এক ব্যক্তিকে তুষারের মধ্যে কোদাল হাতে অচেতন অবস্থায় পাওয়া যায়। নিউইয়র্ক সিটিতে আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তাদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত ৫ লাখ ৪০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন বলে তথ্য দিয়েছে ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ.কম।

ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি, টেক্সাস, মিসিসিপি ও লুইজিয়ানা এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৪   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি অনেক সুযোগ বয়ে আনবে : মোদি
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু
দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি
আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু
ভেনেজুয়েলায় বিরোধীদের সঙ্গে ‘চুক্তির’ আহ্বান ডেলসি রদ্রিগেজের
ত্রিপক্ষীয় আলোচনার মধ্যেই ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ