পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তারে নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা : সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তারে নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা : সুপ্রদীপ চাকমা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তারে নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে দেশের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে এবং আধুনিক শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার বেইলি রোডস্থ কার্যালয় ‘যমুনা’ থেকে অনলাইনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ১২টি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য অভূতপূর্ব এই ই-লার্নিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের গুণগত ও আধুনিক শিক্ষা বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। এই ব্যবস্থাটির বাস্তবায়ন মূলত প্রধান উপদেষ্টার একক চিন্তা ও চেতনারই ফসল।

প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজ তিন জেলার প্রতিটিতে একটি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১২টি স্কুলে ই-লার্নিং চালুর মধ্য দিয়ে বিশ্বমানের শিক্ষার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল এই ১২টি স্কুল নয়, বরং প্রাথমিকভাবে ১৫০টি বা তারও অধিক বিদ্যালয়কে ই-লার্নিং-এর আওতায় আনার কাজ চলছে। চলতি মাসের মধ্যেই এগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান উপদেষ্টা।

বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকার পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অন্যান্য স্থানের চেয়ে পিছিয়ে রাখতে চায় না।

তিনি বলেন, এই ই-লার্নিং স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পার্বত্যবাসীদের কাছে দেওয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। এর ফলে পার্বত্য অঞ্চল প্রযুক্তির নব-দিগন্ত, যোগাযোগ ও পর্যটনসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হবে।

সবশেষে তিনি একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদাসম্পন্ন এবং সম্প্রীতি ও প্রযুক্তি নির্ভর আধুনিক পার্বত্য অঞ্চল গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তিন পার্বত্য জেলা থেকে অনলাইনে যুক্ত ই-লার্নিংভুক্ত ১২টি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৪১   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান
ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ
ভয়ভীতি দেখালে কাউকে ছাড় নয়: জেলা রিটার্নিং কর্মকর্তা
বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা বেঈমান: মান্নান
বিএনপির নির্বাচনী গান গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে: রিজভী
প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন
নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি-এনসিপি-স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
ষড়যন্ত্র করে ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না : দুলু
ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি অনেক সুযোগ বয়ে আনবে : মোদি
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ